ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৩৪বিজিবি) সদস্যরা।
শুক্রবার(২ সেপ্টেম্বর) ভোর ৪টায় ঘুমধুম বিওপি’র একটি আভিযানিক দল বালুখালী কাস্টমস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে। ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।
তিনি জানান,শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির সদস্যরা বালুখালী কাস্টমস মোড় এলাকায় ইজিবাইক তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৫০হাজার পিস ইয়াবাসহ চালক আবুহেনা মোস্তফা কামাল কে আটক করতে সক্ষম হয়। সে রহমতের বিল এলাকার বক্তার আহমদের ছেলে। এসময় তিনজনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আটক মাদকপাচারকারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-