মাদক ব্যবসায়ীদের সাথে কোনো আপোষ নেই-নুরুল হুদা

ইমরান আল মাহমুদ:
মাদক ব্যবসায়ীদের সাথে কোনো আপোষ নেই বলে জানিয়েছেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। বুধবার(৩১ আগস্ট) দুপুরে উখিয়া থানা পুলিশের আয়োজনে রত্নাপালং ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় তিনি একথা বলেন।

চেয়ারম্যান নুরুল হুদা বলেন,উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের আনাচে কানাচে সমস্ত অপরাধ নিয়ন্ত্রণ করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। জনগণকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক এলাকার অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন,কয়েকদিন আগে রত্নাপালং ইউনিয়নের জাফর পল্লান পাড়ায় ঢাকা থেকে একজন লোক ইয়াবা কিনতে আসে। এক মহিলাকে দুই লাখ টাকা দিয়ে ইয়াবা পাচার করে বলে খবর পায়। এ মহিলা ও পাচারকারীকে খুঁজে বের করার জন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের সাথে কোনো আপোষ নেই। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রত্নাপালং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা।”

বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন,সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ মাদক,জঙ্গিবাদ,বাল্যবিবাহ,মানবপাচার,সাইবার ক্রাইম রোধে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম কে আরও শক্তিশালী করে সমাজ থেকে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য থানা পুলিশের এসআই নিয়মিত অফিস করবেন। জনগণের তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও খবর