হলদিয়ায় অর্ধশত বছরের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখুন!

বার্তা পরিবেশক:
হলদিয়া পালং ইউনিয়নের অর্ধশত বছরের সৌহার্দপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে অনুরোধ করেছেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা এম মনজুর আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন তিনি। যা নিচে হুবহু তুলে ধরা হলো:
প্রিয় হলদিয়া পালং বাসী

আসলামু ওয়ালাইকুম
নমস্কার ও আদাব।

স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল গঠন হয়।
স্বাধীনতার পরবর্তী সময় কাল ধরে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি,জাতীয় পার্টি,বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ভিন্ন ভিন্ন দল রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে।
স্বাধীন রাষ্ট্রের একটি ইউনিয়ন হলদিয়া ইউনিয়ন বিগত ৫০ বছরে মীর কাসেম মিয়া চেয়ারম্যান ছিলেন, আওয়ামীলীগে বর্ষীয়ান রাজনীতিক নেতা জনাব বাদশা মিয়া চৌধুরী চার বার চেয়ারম্যান ছিলেন,আওয়ামী নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাহমুদুল হক চৌধুরী এক বার চেয়ারম্যান ছিলেন,বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম ফজলুল করিম সিকদার দুই বার চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক অনুসারী এড়.মুস্তফা কামাল চৌধুরীর এক বার চেয়ারম্যান ছিলেন,আওয়ামী লীগ নেতা আমিনুল হক আমিন তিন বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন,আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন মিন্টু এক বার চেয়ারম্যান ছিলেন,আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহ আলম চেয়ারম্যান ছিলেন।
হলদিয়ার মানুষ হলদিয়া ইউনিয়নে রাজনৈতিক ভাবে প্রতি হিংসার শিকার হয়নি বল্লেই চলে।
হলদিয়া ইউনিয়নে বিভিন্ন ধর্ম বর্ণ ও বিভিন্ন মতাদর্শের সমাজ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আমাদের শান্তিপূর্ণ বসবাস ছিল।
স্বাধীনতার পরবর্তী জাতির ক্রান্তিলগ্নে ভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ দলিয় কর্মসূচি মাধ্যমে মানুষের মৌলিক অধিকার আদায় করে।তারই ধারাবাহিকতায় স্বাধীনতার ৫০ বছরে হলদিয়া পালং ইউনিয়নে কোন প্রকার রাজনৈতিক সহিংসতা ছাড়া যার যার জাতীয় রাজনৈতিক শান্তিপূর্ণভাবে চালমান ছিল।

এমতা অবস্থায় বেশ কয়েকদিন দরে সরকারি দলের অঙ্গসংগঠনের কয় একজন নেতা কর্মী শান্ত হলদিয়া কে অশান্ত পরিবেশ পরিস্থিতি তৈরী করতে চেষ্টা করে যাচ্ছে গত ২৩/৪/২২ উখিয়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় দলীয় কর্মসূচি পালন করা একটি প্রস্তুতি সভা আয়োজন করার নির্দেশ প্রদান করলে, হলদিয়া ইউনিয়ন (উত্তর-দক্ষিণ)বিএনপি কে,বাংলাদেশ আওয়ামী লীগের হলদিয়া ইউনিয়নে ১৫ আগষ্টের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ পরিবারে নৃশংস হত্যার প্রতিবাদ সভা ও কাঙালী ভোজের আয়োজন করায় ২৩ আগষ্ট সোমবার হলদিয়া ইউনিয়ন বিএনপি কর্মসূচি করে নাই।

গত ২৪ আগষ্ট মঙ্গল বার সন্ধায় মরিচ্যা বাজারে বিএনপি’র কেন্দ্রীয় কূমসচূির অংশ হিসেবে মরিচ্যা বাজার উত্তর ষ্টেশনে জি এম কমিউনিটি সেন্টার ভাড়া করে হলদিয়া ইউনিয়ন (উত্তর-দক্ষিণ)বিএনপি ও অঙ্গসংগঠনের দলিয় পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল।
এমন অবস্থায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে কয় একজন নেতা কর্মী হলদিয়া ইউনিয়ন বিএনপি শান্তি পূর্ণ কর্মসূচি বাদা দেওয়ার জন্য জি.এম কমিউনিটি সেন্টার টি সোমবার রাত ৮ ঘটিকায় ভাড়া চেয়ে কমিউনিটি সেন্টারের মালিককে ব্ল্যাকমেইল করে, হলদিয়া ইউনিয়ন বিএনপি রাজনৈতিক শান্তি পরিবেশের স্বার্থে মরিচ্যা বাজার দক্ষিণ ষ্টেশন গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনে হলদিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন পূর্ব নির্ধারিত শান্তি পূর্ণ কর্মসূচি পালনের,সময় মরিচ্যা বাজারে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অপেক্ষা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কয় একজন নেতা কর্মী পুলিশ কে ইট পাটকেল মরার প্রস্তুতি গ্রহণ করে,বাজারে গাড়ি বল্ক করেদে গাড়ির আয়না ভেঙে দিয়ে বিএনপি’র নেতা কর্মীদের একটি মিথ্যা মামলা দেওয়ার গভীর ষড়যন্ত্র করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক ছিল বিদায় নোংরা রাজনৈতি করতে পারেনি।

হলদিয়ার রাজনৈতিক নোংরা পরিস্থিতির কে তৈরি করে দিচ্ছে?কে এসব পরিস্থিতি মদদ দাতা।?

হলদিয়া বাসী তাদের পরিচয় তৈরী করুন।

গত মঙ্গলবার মরিচ্যা বাজার আওয়ামীলীগের সহযোগি সংগঠন যেই সমস্ত আচরন অঙ্গিভঙ্গি তা রাজনৈতিক ভাষা বলে না সন্ত্রাসী কাজকর্ম বলে।
হলদিয়ার সকল স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ অর্ধ শত বছরের সৌহার্দপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখুন।
আসুন উশৃঙ্খল যে কোন রাজনৈতিক নেতা কে বাদ দিন,এমন মানুষ থেকে দূর থাকুন।
হলদিয়ার মাটি সকল রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত পরিবেশে বজায় রাখি।
সন্ত্রাসী কাজকর্ম কে বয়কট করি।
আইন শৃঙ্খলা বজায় রাখি সামাজিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষা করি।

আরও খবর