উখিয়ায় ইউপি মেম্বারের ছেলেসহ দু’জন ইয়াবা নিয়ে আটক

উখিয়া প্রতিনিধি •

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ হাশেমের ছেলে বাহাদুর ও ইউনুস কে আটক করেছে বিজিবি।

আটক ইউনুছ রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের রশিদ আহম্মদের ছেলে। তিনি ইয়াবা গডফাদার বাহাদুরের সেকেন্ড ইন কমান্ড।

গতকাল রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিজিবি সদস্যরা রাজাপালং ইউনিয়নের পূর্ব-ডিগলিয়া পালং এলাকায় অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ উক্ত মাদক কারবারিদের আটক করে।

আটক ব্যক্তিদেরকে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হাশেম।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদী হোসাইন কবির এর সত্যতা স্বীকার করেন। তিনি বলেন মাদককারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর