আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারে উখিয়ায় ট্রাক ও সিনএনজির মধ্যে সংঘর্ষে ৪জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে হিজলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
শাহপুরী হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হিজলিয়ায় কক্সবাজারমূখী ট্রাক ও অটোরিক্সা সংর্ঘষের ঘটনায় ৫জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য নিয়ে যাওয়া হয়। সেখানে ৪জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনায় নিহতরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পাগলির বিলের বড়বিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪৫), পাগলির বিল এলাকার মৃত গুরা মিয়ার পুত্র আনোয়ারুল ইসলাম (৫২) ও রামুর মেরং ফতেহপুর এলাকার মনিন্দ্রধর এর পুত্র বিটু ধর (৫১) প্রকাশ ফারুক মিস্ত্রি এবং অপর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন বিষয়টি নিশ্চিত করে বলেন , ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। আহত রামু উপজেলার গর্জনিয়া সিকদার নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহ (৩০)। তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । তার অবস্থা আশাংকা জনক।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-