নিজস্ব প্রতিবেদক:
ক্যাম্প থেকে পালিয়ে ঢাকা যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দরে এক নারীসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে নগদ ৩ লাখ ১৮ হাজার টাকাসহ ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, আটকৃতরা সবাই কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
কামরান হোসেন জানান, “কক্সবাজার বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে তাদের গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাঁরা রোহিঙ্গা বলে স্বীকার করেন।”
“আটক রোহিঙ্গাদের কাছ থেকে ইউএস বাংলা ও নভোএয়ারের দুইটি করে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি টিকেটসহ দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ডও পাওয়া যায়,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
কেন তাঁরা ঢাকা যাচ্ছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-