রোহিঙ্গাদের প্রত্যবাসন নিরাপদ করতে কাজ করছে জাতিসংঘ!

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোলিন হাইজারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল।

মঙ্গলবার(২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুতুপালং ক্যাম্প-৪ এ অবস্থিত রোহিঙ্গাদের ডাটা কার্ড সেন্টার পরিদর্শন করে ডাটা কার্ড এন্ট্রির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং ডাটা এন্ট্রি করতে আসা সাধারণ রোহিঙ্গাদের সাথে কুশলাদি বিনিময় করেন। সকাল ১১টায় একই ক্যাম্পের এ-১১ ব্লকে বিশ্ব খাদ্য সংস্থার খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন ও রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় খাদ্য ক্রয় কার্যক্রম কিভাবে চলতেছে তা দেখেন। সেখানে বিস্তারিত আলোচনা করে ব্রিফিং করেন সেন্টারের এক কর্মকর্তা। সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর রোহিঙ্গা নারীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী,রোহিঙ্গা নারীদের বিভিন্ন ধরনের সেলাই মেশিনের বিভিন্ন কাজ পরিদর্শন করেন প্রতিনিধিদল।

পরে সেখান থেকে ক্যাম্প-৯ ও ১০ পরিদর্শনসহ বিভিন্ন ক্যাম্পের লার্নিং সেন্টার পরিদর্শন ও রোহিঙ্গা যুবকদের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধিদলটি দুপুরে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়ার ক্যাম্প ত্যাগ করেন।
এর আগে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত নোলিন হাইজার বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাক্ষাৎ করেন।
মিসেস হেইজার বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সরকার যে অনুকরণীয় নেতৃত্বের ভূমিকা পালন করছে তা স্বীকার করেছেন। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমার সরকার, বৈশ্বিক ও আঞ্চলিক অংশীদারদের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পররাষ্ট্র সচিব রোহিঙ্গা সংকটের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, প্রত্যাবাসনের জন্য রাখাইনে একটি অনুকূল পরিবেশ তৈরি করার গুরুত্ব তুলে ধরেন।

আজ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে প্রতিনিধিদল ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

আরও খবর