নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার পালংখালীর তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে পাচার করা বালি ভর্তি ডাম্পার জব্দ করেছে উখিয়া বনবিভাগ।
শনিবার(২০ আগস্ট) দুপুর ১টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে পাচার করা বালি ভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। মামলা দায়ের প্রক্রিয়াধীন”
অভিযানে বনবিভাগের থাইংখালী বিটের স্টাফ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-