আস্থা ব্লাড ডোনেশন ক্লাব’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার(১৮ আগস্ট) সদর উপজেলার পি.এম খালীর তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসা ও মা- আরিফুল কুরআন মাদ্রাসায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ৭০০জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয় সংগঠনটি।

সংগঠনের সভাপতি মো. আমিন বিজয় ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জানে আলম মিতুল বলেন,” আস্থা ব্লাড ডোনেশন ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এবছরের শুরুতে স্বেচ্ছায় মানবসেবার উদ্দেশ্যে তরুণ তরুণীদের সাথে নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন অসহায়, মুমূর্ষু রোগীদের ফ্রি-অক্সিজেন সেবা, ফ্রি রক্তদান, রক্তদানে উৎসাহিত করন, ইত্যাদি কর্মসূচি পালন করে আসতেছি। তারই ধারাবাহিকতায় নতুন রক্তদাতা তৈরির লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়ন করেছি। ভবিষ্যতে মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে মো. ইসমাইল,মো. আবদুল গফুর,মো. জিয়াবুল হাসান,মো. ছৈয়দ নূর জাহাঙ্গীর,মো. মনির আলম,মারিয়া তাসকিন রুনা,জেসিকা ইয়াছমিন,মো. নবী হোসেন, মো. বেলাল হোসেন জাহিদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর