উখিয়ায় টানা সাড়ে ৩ ঘন্টার সাড়াশি অভিযানে ৪টি অবৈধ সমিল উচ্ছেদ

উখিয়া প্রতিনিধি •


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে পুলিশ ও বনপ্রহরী যৌথ অভিযান চালিয়ে চারটি অবৈধ সমিল উচ্ছেদ করা হয়েছে৷

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল ২টা থেকে সাড়ে ৫টা টানা সাড়ে ৩ ঘন্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা নেতৃত্বে পালংখালীর থাইংখালি ঘুনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সমিল উচ্ছেদ করা হয়৷

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম জানান, অবৈধ স’মিলে মূল্যবান কাঠ চুরি করে চিরানো হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স’মিল জব্দ করে সব যন্ত্রপাতি ও কাঠ উদ্ধার করা হয়। এ সময় স’মিলের মালিকরা হলেন, থাইংখালির তাজনিমারখুলা এলাকার মৃত নুর আহমদের ছেলে ছাবের আহমদ, গজঘুনা এলাকার নুর আলমের ছেলে শফিক(৩৫), একই এলাকার বজল আহমদের ছেলে নাছির উদ্দিন, থাইংখালির রহমতের বিল এলাকার মৃত আব্দু শরিফের ছেলে নুরুল বশর (৪০)। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজিব জানান, ক্রমান্বয়ে এই উপজেলায় বিভিন্ন স্থানে যেসব অবৈধ সমিল সরকার বনসম্পদ ধংস করছে তা উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর