বিএনপির তিন চৌধুরীকে উখিয়া আ:লীগ সভাপতি জাহাঙ্গীরের হুশিয়ারী!

নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার তিন চৌধুরীকে হুশিয়ারী উচ্চারণ করে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বুধবার(১৭ আগস্ট) কোর্টবাজার স্টেশনে মিছিল পরবর্তী পথসভায় বক্তব্যে তিনি বলেন,”শাহজাহান চৌধুরী একজন মুরব্বি হয়েও বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভূয়া জন্মদিন স্বয়ং রুমে পালন করেছে। খালেদা জিয়ার জন্মই যেখানে আজন্ম পাপ,সেরকম একজন নেত্রীর জন্মদিন পালনকে ধিক্কার জানাই।”

এসময় তিনি বলেন,শাহজাহান চৌধুরী, সরওয়ার জাহান চৌধুরী ও সোলতান মাহমুদ চৌধুরী আপনারা সাহস থাকলে উখিয়া স্টেশনে মিছিল করে দেখান। জালিয়াপালং, পালংখালী ও হলদিয়া পালংয়ে করেন মিছিল। কিন্তু কোর্টবাজার স্টেশনের শান্ত পরিবেশ অশান্ত করবেন না। যেহেতু এটা আগস্ট মাস তাই নিরব আছি। আগামী সেপ্টেম্বর থেকে কোর্টবাজারের পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।”

পথসভার পূর্বে ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদা।

আরও খবর