নিজ দেশে ফিরে যেতে চায় রোহিঙ্গারা!

ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেটের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল। এসময় ক্যাম্প-৪ এ রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময়কালে তারা(রোহিঙ্গারা) তাদের নিজ দেশ মিয়ানমার ফিরে যাওয়ার কথা জানায় প্রতিনিধিদলকে।

মঙ্গলবার(১৬ আগস্ট) সকাল ৮টায় মিশেল ব্যাচলেট ক্যাম্প-৪ এ পৌঁছালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত স্বাগত জানায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা(ইউএনএইচসিআর)’র তথ্য নিবন্ধন কেন্দ্র পরিদর্শন ও রোহিঙ্গা উপকারভোগীদের সাথে মতবিনিময় করে রোহিঙ্গাদের ডাটা অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া সম্পর্কে অবগত হন। একই ক্যাম্পে বি-১৮ ব্লকে জাতিসংঘের খাদ্য কর্মসূচি(ডাব্লিউএফপি)’র ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার ও ব্র্যাকের পরিচালিত নারী বান্ধব সেবা কেন্দ্র পরিদর্শন করে খাদ্য বিতরণ কেন্দ্রের খাবারের মান ও নারী বান্ধব সেবা কেন্দ্রে যৌন স্বাস্থ্য এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে কথা বলেন তিনি।

পরে প্রতিনিধিদলটি ক‍্যাম্প-৪ এর ডি-১৫ ব্লকে অবস্থিত ব্র্যাক কমিউনিটি সেন্টারে যান। সেখানে রোহিঙ্গা ইমামদের প্রতিনিধি এবং যুবক-যুবতীদের একটি প্রতিনিধি দলের সাথে আলাদা মতবিনিময় করেন। সেখানে প্রতিনিধি দলটি আগত রোহিঙ্গা প্রতিনিধিদের কাছে ক্যাম্পের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে নানা বিষয়ে জানতে চায়। এসময় রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের সকল ধরনের অধিকার দেয়াসহ পূর্ণ নাগরিকত্ব নিয়ে তারা(রোহিঙ্গারা) মিয়ানমারে ফিরে যেতে চায় বলে জানায় এবং তাদের দ্রুত মিয়ানমারে ফিরে যাওয়ার ব‍্যবস্থা করার জন‍্য প্রতিনিধি দলের কাছে অনুরোধ করেন।

প্রতিনিধি দলটি ১২টার দিকে ক্যাম্প-২০ এর এম-৩১ ব্লকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে পরিচালিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন, কর্মকর্তা ও ভলান্টিয়ারদের সাথে মতবিনিময় করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে অবগত হন।

সেখান থেকে ফিরে এসে বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শন করে গাড়িযোগে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন মিশেল ব্যাচেলেট’র নেতৃত্বে প্রতিনিধিদল। কক্সবাজার এসে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেয়। সভা শেষে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ কর্মকর্তা ও প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন, এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান ররি ফিলিপ মনগোভেন,মিডিয়া সেন্টারের মুখপাত্র রাভিনা কিশিন সামদাসানি,জাতিসংঘের সুদান মিশনের নারী সুরক্ষা উপদেষ্টা হুমা খান,মিডিয়া এক্সপার্ট অ্যান্টনি এভারেট হেডলি ও মানবাধিকার কর্মকর্তা মো. জাহিদ হাসান।

আজ ১৭ আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মিশেল ব্যাচেলেট। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে একটি সেমিনারে বক্তব্য রাখা ছাড়াও বিকেলে সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার ও চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট।

আরও খবর