আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ার জালিয়াপালংয়ে রেজুখাল থেকে ভাসমান অবস্থায় আয়েশা বেগম (২২) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৫ আগষ্ট (সোমবার) সকাল ১১টার দিকে উপজেলার সোনারপাড়াস্থ রেজুখালের তীর থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।
তিনি সোনারপাড়ার ঝাউবাগান এলাকার জসিমের স্ত্রী।
জানা যায়, রেজুখালে হাঁটু পরিমাণ পানির উপর দিয়ে একটি লাশ সকাল থেকেই ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। একপর্যায়ে এলাকাবাসীর খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করে ইনানী পুলিশ ফাড়ির একটি দল। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেলোয়ার-কামিজ পরিহিত আনুমানিক ২২ বছর বয়সী যুবতীর লাশ উদ্ধার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, স্থানীয়রা রেজুখালের তীরে লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তা উদ্ধার করে। ওই নারীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-