কক্সবাজার জার্নাল ডেস্ক:
দেশের সামষ্টিক অর্থনীতিতে বিরাজ করছে নজিরবিহীন নৈরাজ্য। উন্নয়নের রোল মডেলের হাতে এখন ভিক্ষার থালা। ভিক্ষার ঝুলি নিয়ে দাতাদের দুয়ারে দুয়ারে যাচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকার জনগণকে ভুল তথ্য দিচ্ছে। দেশের রিজার্ভ ভান্ডার প্রায় শূন্য। মিথ্যার ওপর ভর করে প্রধানমন্ত্রী একেক সময় একেক কথা বলছেন বলেও দাবি করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, রাজপথে থেকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ। বারবার তাদের বিশ্বাসঘাতকতার কারণে দেশে গণতন্ত্রের শেকড় গজায়নি। মানুষের ভেতর ক্ষোভ বেদনা পুঞ্জিভীত হয়ে আছে। সরকারের পতন দ্বারপ্রান্তে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।
যমুনা টিভি অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-