বঙ্গমাতার জন্মবার্ষিকীতে উখিয়া উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ!

ইমরান আল মাহমুদ:
ব্যতিক্রমী উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

সোমবার(৮ আগস্ট) সকালে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এসময় তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ নেওয়া ৭জন অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা,কবি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন,একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায়, ৭জন অসহায় দুঃস্থ মহিলা প্রশিক্ষণ নেয়। পরে তাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরও খবর