রামু প্রতিনিধি •
কক্সবাজারের রামুর পাহাড়ি জনপদ ঈদগড়ের চিহ্নিত অপরাধী কলিম উল্লাহ ওরফে কলিম (৩৮) ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার (৭ আগস্ট) রাত ৮টার দিকে তাকে ঈদগড় বাজার থেকে গ্রেফতার করা হয়।
তিনি ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানিশ্যাঘোনা এলাকার নুরুল হকের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র, মাদক, অপহরণ, দখলবাজিসহ ১০-১২টি মামলা বিচারাধীন।
পুলিশ জানায়, বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল কলিম উল্লাহর বিরুদ্ধে। গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে ২০২০ সালে ঈদগাঁও ঈদগড় সড়কে তরুণ সংগীত শিল্পী জনি রাজকে কুপিয়ে হত্যা করে একদল ডাকাত। ওই ঘটনায় কলিমের সম্পৃক্ততা থাকার সন্দেহে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। জামিনে বেরিয়ে তিনি ফের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-