গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

মহেশখালী প্রতিনিধি •


কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মোহাম্মদ কামাল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ।

এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটায় নোনাছড়ি কোস্টাল কমিউনিটি সেন্টারের পুকুরের উত্তর পাড়ে এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রেপ্তার কামাল ওই এলাকার বখতার আহমদের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদ কামালসহ কয়েকজনের একটি গ্রুপ ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী। তিনি বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আটক মোহাম্মদ কামালসহ আরও দু’জনকে অভিযুক্ত করা হয়। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া বাকিদের আটকে অভিযান চলছে।

আরও খবর