নিজস্ব প্রতিবেদক •
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। ভূমিদস্যুদের এ হামলায় শিক্ষকসহ ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মওনা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্যরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গত (০৪ আগষ্ট) বৃহস্পতিবার এঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ২০ জনকে আসামি করে একটি মামলা করেছেন মোহাম্মদ নুর হোসাইন।
অভিযুক্তরা হল- নবী হোছন, জয়নাল আবেদীন, কামাল হোসেন, মোঃ ইলিয়াছ, নুরুল ইসলাম, মোঃ ইসলাম, সৈয়দ নুর, আবুল বশর, খাইরুল বশর, আমির বশর, বেলাল, ওসমান আলী, সাহাব উদ্দিন, জসিম উদ্দিন, ইমাম হোসেন, এজাহার হোসেন, রশিদ আহমদ, নুর মোহাম্মদ, মরিয়ম খাতুন, ছমুদা খাতুন।
অভিযোগ সূত্র জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার টার দিকে তুমব্রুর মধ্যম পাড়া এলাকায় দখলবাজ ভূমিদস্যু নবী হোসেন, জয়নাল আবেদীন ও কামাল হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
হামলায় আহতরা হলেন, নাজীর হোসেন, সৈয়দ হোসেন, ফরিদ আলম, জাহেদ আলম, রওশন, মওনা খাতুন, জাহাঙ্গীর আলম, সুফিয়া আক্তার, ইয়াসমিন, শাহাজাহান, হালিমা, মনির আহমদ।
জানা গেছে, ভূমিদস্যু নবী হোসেন, জয়নাল আবেদীন ও কামাল হোসেনের দীর্ঘদিন যাবৎ একটি নিরীহ শিক্ষক পরিবারের ভূমি জবর দখল করার চেষ্টা চালিয়ে আসছে।
এ নিয়ে এলাকার স্থানীয় শালিস ব্যাক্তিগণ একাধিকবার সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু ভূমিদস্যুরা এসবের কোন তোয়াক্কা করেনি। এমনকি এলাকার কোন শালিস মানতে চায় না।
এ বিষয়ে ভূক্তভোগীরা জানান, বর্তমানেও প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে খুন জখম এবং গুম করার হুমকি অব্যাহত রাখায় তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন।
এমতাবস্থায় এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ বিচার দাবি করেকরেন তারা।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-