কক্সবাজার জার্নাল ডেস্ক:
কুমিল্লায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৭ আগস্ট) এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম।
তিনি বলেন, জেলার পদুয়ার বাজার, আলেখারচর ও কালাকচুয়া বিশ্বরোড এলাকার ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২টি ফিলিং স্টেশনের ৩০টি ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয়। এ সময় পরিমাণে কম তেল সরবরাহ করায় এবং পরিমাপক যন্ত্রে কারচুপি করায় সুরাতলী পদুয়ার বাজার এলাকার রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনকে এক লাখ এবং কালাকচুয়া এলাকার ইস্টজোন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিমাপক ইনস্ট্রুমেন্টসহ বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
বাংলা ট্রিবিউন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-