চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ার বদরখালী বাজারে বরফ চাপা পড়ে মোহাম্মদ কালু (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় বরফ মিলে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কালু বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহমদ চৌকিদারের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-