নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ান।
আটক রোহিঙ্গা নারী হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা মৃত আব্দুল হামিদের স্ত্রী ছমিরা বেগম (৩৫)।
গত বুধবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ব্লক -এ-১ সামনে এ অভিযান চালানো হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ান (৮-এপিবিএন) (মিডিয়া) কামরান হোসেন সত্যতা নিশ্চিত করেন। আটককৃত নারীকে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।
উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, আটক রোহিঙ্গা নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-