চট্টগ্রামে ইয়াবা বিক্রির সময় কক্সবাজারের দুই যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি •

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রির সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিএমপির গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মগনামা ইউনিয়নের মৃত নুর নবীর ছেলে মো. মিজবাহ উদ্দিন ওরফে ছোটন (২২) ও আকতার আহমদের ছেলে মো. মকসুদ আলম ওরফে মকসুদ (২১)। তাদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিএমপির ডিবি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃতরা জানায় কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রামে বেশি দামে বিক্রি করতে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও খবর