কক্সবাজারে অস্ত্র মামলায় রোহিঙ্গা যুবকের ১৭ বছর কারাদণ্ড

কক্সবাজার জার্নাল ডটকম •


কক্সবাজারে অস্ত্র মামলায় মো. শহিদ উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৬ বছর বিচারক কার্যক্রম চলার পর মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে কক্সবাজার যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ।

তিনি জানান, ২০০৬ সালের ১৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড়ের গহীন অরণ্যে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় রামু থানা পুলিশ। অভিযানে একটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. শহিদ উল্লাহকে আটক করে পুলিশ। পরে রামু থানার এএসআই ওমর ফারুক বাদী হয়ে ওইদিন মামলা করেন। তদন্ত কর্মকর্তা এস আই দিদারুল ফেরদৌস মো. শহীদ উল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল-৩ নম্বর আদালতে পাঠানো হলে বিচারক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন।

এ মামলায় মো. শহিদ উল্লাহকে বিচারক অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরসহ তাকে ১৭ বছরের কারাদন্ড দেন আদালত।

আরও খবর