টেকনাফে অস্ত্রধারীর গুলিতে যুবক গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি •


কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্পে হাবিব উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হাবিব পশ্চিম লেদা ক্যাম্পের হোসাইন আহমদের ছেলে। পেশায় তিনি ডাম্পার চালক।

সোমবার (১ আগস্ট) দিবাগত রাতে লেদার নুর আলী পাড়ার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

লেদা রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. জাফর বলেন, ‘অস্ত্রধারী খালেক ও চাকমা গ্রুপের সদস্যরা ডাকাতের প্রস্ততি নিয়ে ক্যাম্পে প্রবেশের সময় তাদের দেখে ফেলে হাবিব উল্লাহ। এই সূত্র ধরে অস্ত্রধারীরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় আজ (মঙ্গলবার) সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

আহতের চাচা ছালেহ আহমদের দাবি, দুর্বৃত্তরা হাবিব উল্লাহর ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা বলেন, ‘স্থানীয় ও কতিপয় সশস্ত্র রোহিঙ্গা দুর্বৃত্ত চক্রের জন্য এলাকার পরিবেশ ক্রমশ বসবাস অযোগ্য হয়ে ওঠছে। এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া দরকার’।

এপিবিএন-১৬ এর অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, ‘অস্ত্রধারীর হাতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।’

আরও খবর