রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী বাহিনীত গুলিতে যুবক নিহত

বিশেষ প্রতিবেদক •


কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে জামাল উদ্দিন (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

সোমবার (১ আগস্ট) রাতে মধুরছড়া ক্যাম্প-৪ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ নম্বর ক্যাম্পের সন্ত্রাসী ছমিউদ্দিনের নেতৃত্বে একদল রোহিঙ্গা সন্ত্রাসী মধুরছড়া ক্যাম্পের জামাল উদ্দিনকে মাথায় গুলি করে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক মো. হারুনুর রশীদ বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলি করে এক যুবককে হত্যা করেছে।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে বলেন, গুলিতে মারা যাওয়া এক রোহিঙ্গার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর