গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ২৫ কোটি টাকা মুল্যের মাদকের একটি বড় চালান টেকনাফের নাফনদী জালিয়ার দ্বীপ থেকে উদ্ধার করেছে বিজিবি। তবে এই মাদক গুলোর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। কারণ কারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফনদ সাঁতরিয়ে কৌশলে মিনামারের দিকে পালিয়ে গেছে।
৩১ জুলাই(রবিবার) দুপুরে উক্ত অভিযানটি সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
সংবাদ ব্রিফিং’এ উপস্থিত ছিলেন,২ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারি, অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম মুহতাসিন বিল্লাহ(শাকিল) প্রমুখ।
অধিনায়ক শেখ খালিদ প্রেস ব্রিফিং’এ জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি কাঠের নৌকায় করে তিন চারজন ব্যক্তিকে নাফ নদের শূন্যরেখা অতিক্রম করতে দেখতে পায় তারা। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দিলে নৌকায় থাকা ব্যক্তিরা লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এরপর নৌকাটি তল্লাশি করে পলিথিন দিয়ে মোড়ানো দুইটি প্লাষ্টিকের ব্যাগ থেকে ৪ কেজি, ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ,৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে একটি কাঠের নৌকা এবং নৌকায় থাকা ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।
এদিকে গত চলতি মাসে ৪ লাখ, ৪৭ হাজার পিস ইয়াবা এবং ১১ কেজি ৭.৩৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করার পশাপাশি ২১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-