‘দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসকে ১ কি.মি পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি’

চট্টগ্রাম •


চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসকে প্রভাতী ট্রেনটি এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত হাটহাজারীর ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বড়তাকিয়া এলাকার ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেন চট্টগ্রামে যাচ্ছিল। মাইক্রোবাসে করে ১৪ জন আরোহী খৈয়াছড়ায় বেড়াতে যান। দুর্ঘটনার সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানা গেছে।

বিষয়টি ফায়ার সার্ভিস ১টা ৫০ মিনিটে জানতে পায়। ২টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের মিরসরাই ও সীতাকুণ্ডের ২টি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। নিয়োজিত করা হয় ৩টি এম্বুলেন্স।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ১২ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে ১১ জন নিহত, একজন আহত। ১১ জনের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের মধ্যে দুজন সুস্থ আছেন বলে জানা গেছে।

আরও খবর