আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র্যাবের সহযোগিতায় অবৈধ মোবাইল হ্যান্ডসেট বিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে ১৪২টি অবৈধ মোবাইল ও ৩২ টি সিম জব্দ ও ৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং ১৫ টি মামলা দায়ের করা হয়েছে।
২৭ ও ২৮ জুলাই পৃথক দু’টি অভিযানে বিটিআরসির অ্যানফোর্সমেন্ট টিম ও র্যাবের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। এসময় সাথে ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) তাজ উদ্দিন আহমেদ।
উখিয়া উপজেলা কমিশনার (ভূমি) তাজ উদ্দিন আহমেদ জানান, অভিযানে প্রথম দিনে উপজেলার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ১০টি মামলায় ৪ লাখ টাকা জরিমানা ও ১১০টি অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়। দ্বিতীয় দিনে উখিয়া সদর স্টেশন ও কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি মামলায় ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ৩২ টি অবৈধ সিম এবং ৩২টি অবৈধ মোবাইল জব্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-