কক্সবাজারে অস্ত্র মামলায় ১ আসামীর ১০ বছর কারাদন্ড

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দিনদুপুরে অস্ত্রের মুখে পর্যটকের কাছ থেকে ছিনতাই করার মামলায় সশস্ত্র ছিনতাইকারীকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। কক্সবাজারের স্পেশাল ট্রাইব্যুনাল নং-৩ এর বিজ্ঞ বিচারক মাহমুদুল হাসান বৃহস্পতিবার ২৮ জুলাই এ রায় ঘোষণা করেন।

কক্সবাজারের স্পেশাল ট্রাইব্যুনাল নং-৩ এর এপিপি অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে-কক্সবাজারের টেকনাফের দক্ষিণ জালিয়া পাড়ার মৃত জালাল আহমদের পুত্র মোঃ জাফর আলম। বিজ্ঞ বিচারক কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান আসামীকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A) ধারায় অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং একই আইনের ১৯(F) ধারায় অবৈধ গুলি রাখার দায়ে ৭ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

প্রদত্ত ২ টি সাজা একই সাথে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আরও খবর