জোর করে বিয়ে দিতে চাওয়ায় মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

পেকুয়া প্রতিনিধি •

কক্সবাজারের পেকুয়ায় জোর করে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে।

নিহত শামশুন নাহার (২০) উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার পাড়া এলাকার বাহার উদ্দিনের মেয়ে ও উজানটিয়া এ এস সিনিয়র মাদরাসার আলীম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৭ জুলাই) ভোররাতের কোন সময় আত্মহত্যার ঘটনা ঘটে বলে ধারণা করছে নিহতের পরিবার।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন বলেন, কিছুদিন আগে শামশুন নাহারের বিয়ে ঠিক করে তাঁর মা-বাবা। বিয়েতে সে রাজি ছিলোনা। এতে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

মা গোলচেহার বেগম বলেন, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিল আমার মেয়ে। ভোরে ফজরের নামাজ আদায় করতে রুমে ডাকতে যাই। কোন সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁকে উঁকি দিয়ে দেখি মেয়ে ঘরের ছাউনির খুঁটির সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর