ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোর্টবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার(২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফজল মার্কেটের পাশে আল হেরা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হোটেলের মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কমান্ডার মো. ইমদাদুল হক বলেন,” আজ সকাল সাড়ে দশটায় কোর্টবাজার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটিমাত্র দোকান ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তবে,হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-