সাড়ে তিনবছর পালিয়ে থাকার পরও রক্ষা হয়নি হত্যা মামলার আসামীর!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
জমি নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় খুন হন রাউজানের উরকিরচর এলাকার বাসিন্দা নুরুল আলম। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে রাউজান থানায় মামলা করেন।

ওই মামলা তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন মামলার এজাহার এবং অভিযোগপত্রভুক্ত আসামি মো. আবুল কালাম ওরফে আবু। দীর্ঘ সাড়ে তিন বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।

২৫ জুলাই রাত ৯টার দিকে রাউজানের উরকিরচর মিয়ার ঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু রাউজানের হারপাড়া গ্রামের মো. নুরুল আলমের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার ২৬ জুলাই বিকেলে বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাউজানের আলোচিত নুরুল আলম হত্যাকাণ্ডের অন্যতম আসামি আবুল কালাম আবুকে মিয়ার ঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
জাগোনিউজ২৪

আরও খবর