কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় অন্যের এনআইডি ব্যবহার করে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয় বিশ্বাস, মো. জাহিদ, মো. ইলিয়াছ, মো. ফারুক ও সুজন সাহা।
রবিবার (২৪ জুলাই) দুপুরে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছে। এতে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-