নিবন্ধন করা সিম রোহিঙ্গাদের বিক্রি, কক্সবাজারে গ্রেপ্তার ৫

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় অন্যের এনআইডি ব্যবহার করে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয় বিশ্বাস, মো. জাহিদ, মো. ইলিয়াছ, মো. ফারুক ও সুজন সাহা।

রবিবার (২৪ জুলাই) দুপুরে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছে। এতে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।

আরও খবর