রোহিঙ্গা ক্যাম্পে ৪৩ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশি জাল নোটসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

শনিবার(২৩ জুলাই) সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প-১৬ তে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,”গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ক্যাম্প-১৬ তে অভিযান পরিচালনা করে ৪৩হাজার টাকার জাল নোটসহ মো. সাকের(২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ক্যাম্প-১৬ এর ডি-৫ ব্লকের আবদুল করিমের ছেলে।”

গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর