সংগঠনের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: কক্স মিডিয়া এসোসিয়েশেনের জরুরী সভায় বক্তারা

সংবাদ বিজ্ঞপ্তি •


কক্সবাজার জেলার স্বনামধন্য সংগঠন কক্স মিডিয়া এসোসিয়েশনের গতকাল ২৩ (জুলাই) শনিবার হোটেল নিরিবিলি শাহীন রেস্তোরায় বিকাল ৫ ঘটিকার সময় জরুরী সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মীর মোশাররফ হোসেন ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সুজন।

এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকার চীফ কম্পিউটার অপারেটর (পত্রিকা ডিজাইনার) জিয়াউল হক জিয়া, শাহাব উদ্দিন, হাসান মুরাদ, মোবারক উদ্দিন নয়ন, মোহাম্মদ হাশেম, আবু সুফিয়ান, মেমে ছেন, মাহ লামে মালা, মং থেন রাখাইন, জজ ওয়ান রাখাইন, মোহাম্মদ ফরহাদ, আব্দুল করিম, মোহাম্মদ রিয়াদ, মোঃ হাসান প্রমুখ।

সভায় উপস্থিত বক্তারা বলেন, অত্র কক্স মিডিয়া এসোসিয়েশনের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সংগঠনের নেতৃত্বে আগামীতে যে নির্দেশনা দেওয়া হবে, তা সব অপারেটরদের যথাযথ পালন করতে হবে এবং যেকোন সভা-সমাবেশে যথাসময়ে উপস্থিত হওয়ারও আহ্বান জানান এবং বিগত দিনে সংগঠনের বাবদে আয়-ব্যয়ের হিসাব করা হয় ।

আরও খবর