কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ বলেছেন- যারা বিনামূল্যে রক্তদান, সমাজের জনক্যাণমূলক ও মানবিক কর্মকান্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা জাতির সূর্য সন্তান। সরকার মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে। আর যারা স্বেচ্ছাসেবামূলক কাজে জড়িত তাঁরা সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখছে। তাদের পাশে প্রশাসন সবসময় আছে এবং থাকবে।
দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য বøাড ডোনার’স সোসাইটি’ দ্বিতীয় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজারে আয়োজিত আলোচনা সভা, স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার, ২৩ জুলাই বেলা ১১ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে’ তারুণ্য বøাড ডোনার’স সোসাইটি’ ২য় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এতে প্রধান আলোচক ছিলেন- দেশের আলোচিত মানবিক পুলিশ কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন বেওয়ারিশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. শওকত হোসেন পিপিএম।
এরআগে সকালে অতিথি ও সংগঠনের সদস্যরা কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার তিন শতাধিক স্বেচ্ছাসেবী ও ৩৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে দেশের নানাপ্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে কাজের উৎসাহ প্রদানের লক্ষ্যে সংবর্ধিত করা হয়।
‘
তারুণ্য বøাড ডোনার’স সোসাইটি’র সভাপতি মোহাম্মদ সোহেল ও সাধারণ সস্পাদক মো. হাবিব উল্লাহ জানিয়েছেন- তারুণ্য বøাড ডোনার’স সোসাইটি ২০২০ সালের ১ জুলাই প্রতিষ্টার পর থেকে রক্তদানের পাশাপাশি সামাজিক নানা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাত্র ২ বছরে ২১ টি ইভেন্ট নিয়ে মোট ৬৩ টি মানবিক ও সামাজিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। মানবতা এবং সমাজ বিনির্মাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কর্মতৎপরতা অব্যাহত থাকবে।
“তারুণ্যের সুরে মুগ্ধগানে, জড়িয়ে থাকব রক্তদানে” এ শ্লোগানে সংগঠনের সহ-সভাপতি মেরিনা জান্নাত মেরি ও সাধারণ সম্পাদক মো. হাবিব উল্লাহর সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্টাতা মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আশিকুর রহমান, আশরাফুল হাসান রিশাদ, সাংবাদিক সেলিম মুহাম্মদ, আবুল কাশেম, এড.জাহেদুল হক খোকা, রশিদুল হক, মো. তোফায়েল আহম্মদ, এড.আকতারুর রহমান ছিদ্দিকী (ছোটন), রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ওসমান মাহমুদ শাকিব, জামাল হোসাইন, নেজাম উদ্দীন, আবুল মনছুর, আবু তাহের টিপু ও নুরুল আজিম প্রমুখ।
অনুষ্ঠানে কক্সবাজারসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রক্তদাতা ও সামাজিক সংগঠনের উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য বর্ষসেরা স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের কাছে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-