চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় ৩৭ বছরের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছাইরাখালী গ্রামের সংরক্ষিত বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সংরক্ষিত বনের ভেতর ঝোপে যুবকের অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেন কয়েকজন কাঠুরি। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, লাশের শরীর ফুলে গেছে। মুখ দেখে পরিচয় জানার উপায় নেই। পাঁচ-ছয়দিন ধরে মরদেহটি এখানে পড়ে রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-