নিজস্ব প্রতিবেদক •
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফ জাহান কাজল।
শনিবার (২৩ জুলাই) সম্মেলন শেষে কাউন্সিলে তাকে সভাপতি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি আশরাফ জাহান কাজলকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন দলীয় নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আশরাফ জাহান কাজল উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহামুদুল হক চৌধুরীর সহধর্মিনী ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর মা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-