কক্সবাজার জার্নাল ডেস্ক:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই সংখ্যালঘুরা আক্রান্ত হলে দ্রুত তদন্ত হয়, বিচার হয়। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেয়, তাদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (২২ জুলাই) রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সর্বজনীন পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, কোনো উগ্রবাদী, স্বার্থান্বেষী বাংলাদেশকে ভালোবাসতে পারে না। সে যে ধর্মের লোকই হোক, তাদের নিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।
এ সময় এসব ব্যক্তি ও গোষ্ঠী থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। কোনো ব্যক্তির কারণে কোনো সম্প্রদায় যেন আক্রান্ত না হয়, আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি।
এর আগে, সাধন চন্দ্র মজুমদার শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। সম্মেলনে সভাপতিত্ব করেন সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সর্বজনীন পূজা পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব। এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী সুব্রত পাল।
এছাড়াও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মনিন্দ্র কুমার নাথ, ১৯ নম্বর ওয়ার্ড কমিশনার মো. আবুল বাসার, স্বপন কুমার সাহা ও কাজল দেবনাথ সম্মেলনে বক্তব্য দেন।
জাগোনিউজ২৪
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-