রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি!

নিজস্ব প্রতিবেদক, উখিয়া •


কক্সবাজারের উখিয়ায়য় রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ৪ নম্বর ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনা স্থলে গেছে। তিনজন গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তাদের পরিচয় জানা যায়নি।

আরও খবর