নিজস্ব প্রতিবেদক, উখিয়া :
কক্সবাজারের ইনানী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের ৭ ঘণ্টা পর আবদুল্লাহ ইউসা’র (১৬) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। তিনি ঢাকা মহাখালী এলাকার কর্নেল শহিদের ছেলে এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
বুধবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় ইনানী সৈকতের ডেইলপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। এদিন সকাল ১১টায় কাজিনদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি বলেন, কর্নেল শহিদ পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে এসে ইনানী সি পার্ল হোটেলে উঠেন। আজ (বুধবার) সকাল ১১টায় অভিভাবকদের না জানিয়ে ৪ জন কাজিন সি পার্ল বিচে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের ধাক্কায় তিনজন ওপরে উঠতে পারলেও আবদুল্লাহ নিখোঁজ হন। দ্রুত তৎপরতা শুরু হলেও উচ্চ জোয়ার, বাতাস ও বিশাল পাথরের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে লাইফ গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের ৭ ঘণ্টা অভিযানের পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
লাইফ গার্ড কর্মীরা জানিয়েছেন, পাথরের কারণে ইনানী সৈকত গোসলের জন্য নিরাপদ নয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-