আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং চাঁদাবাজ, সন্ত্রাসী, ধর্ষক, ডাকাত, চোরাকারবারী, ছিনতাইকারী, কিশোর গ্যাং গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, জঙ্গীবাদ দমন এবং চাঞ্চল্যকর অপরাধ উদ্ঘাটন ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ হাজার ৪শ ৪৬ কার্টুন বিদেশী সিগারেটসহ একজনকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-১৫। এ ঘটনায় প্রবাল বড়ুয়া পলাতক রয়েছে।
১৯ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পূর্বপাড়া স্বর্ণা পাহাড় সাকিনস্থ প্রবাল বড়ুয়ার বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
বুধবার (২০ জুলাই) বেলা ১২টায় র্যাব-১৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি নিত্যানন্দ দাস এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযানে গেলে এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাবের চৌকস আভিযানিক দল একজনকে আটক করে ফেলে।
আটককৃত যুবক, কুতুপালং পূর্ব পাড়ার এলাকার কালাচানের পুত্র নাসির উদ্দিন (২৮)। এসময় ওই বাড়ির উননদর্শী বড়ুয়ার ছেলে প্রবাল বড়ুয়া কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে র্যাবের আভিযানিক দল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বসতঘরে থাকা বস্তা তল্লাশী করে ১,৪৪৬ কার্টুন (২,৮৯,২০০ শলাকা) বিদেশী সিগারেট উদ্ধার করা হয়।
তখন গ্রেফতারকৃত ব্যক্তির কাছে উদ্ধারকৃত বিদেশী সিগারেটের বৈধ কাগজপত্র দেখতে চাইলে সে তা দেখাতে ব্যর্থ হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামীর সহযোগীতায় জব্দকৃত বিদেশী সিগারেটসমূহ অবৈধভাবে মায়ানমার থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিল।
র্যাবের কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-