জলবায়ু বিপর্যয়ের শঙ্কায় পর্যটন কেন্দ্রগুলো!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
জলবায়ু পরিবর্তনে দিন দিন বদলে যাচ্ছে পর্যটক আকৃষ্ট করার মতো স্থানগুলো৷ তীব্র দাবদাহ, ধ্বংসাত্মক ঝড়, গলতে থাকা বরফ, শীর্ণকায় হয়ে আসা সৈকত- এমন নানা সমস্যায় বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে বিভিন্ন দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো।

ঘুরতে গিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পেতে চাইলে চলে যেতে পারেন স্পেনের মায়োর্কার এস ট্রেঙ্কে৷ ২০ শতকের মধ্যভাগে স্বৈরাচারী ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনামলে সেখানে তৈরি হয়েছিল বিশালাকার কংক্রিটের বাঙ্কার, যা এতদিন লুকানো ছিল বালিয়াড়ির নিচে৷ কিন্তু এখন সেগুলো উপকূলজুড়ে উন্মুক্ত পড়ে রয়েছে৷

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও ক্রমশ গ্রাস করছে এই সৈকতকে৷ বিশেষজ্ঞদের হিসাবে, আগের চেয়ে সৈকতটি অন্তত ৪০ মিটার ছোট হয়ে গেছে৷ বিজ্ঞানীদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের ধাক্কায় একদিন মায়োর্কার মতো আকর্ষণীয় পর্যটন সৈকতগুলো সমুদ্রগর্ভে হারিয়ে যাবে৷
জাগোনিউজ২৪

আরও খবর