কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধভাবে কাজ করায় আরেক ফটোগ্রাফারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত ব্যক্তি চকরিয়ার উত্তর লক্ক্যারচর এলাকার আক্তার হোসেনের ছেলে তহিদুল ইসলাম (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, আটককৃত তহিদুল জেলাপ্রশাসনের অনুমোদন ছাড়া সৈকতে অবৈধভাবে ফটোগ্রাফারের কাজ করছিল। আটকের পর ফটোগ্রাফার কার্ড দেখাতে পারেননি তিনি।
তিনি আরও জানান, এই ফটোগ্রাফারের বিরুদ্ধে এর আগেও পর্যটক হয়রানির অভিযোগ ছিল। কিছু ফটোগ্রাফার জোর করে পর্যটকদের ছবি তোলে অতিরিক্ত টাকা দাবি করছে। পর্যটকেরা হয়রানির শিকার হচ্ছেন। এতে কক্সবাজারের বদনাম ছড়াচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-