ইনানী সৈকতে ফটোগ্রাফারদের বিরুদ্ধে অভিযান, ৭টি ক্যামেরা জব্দ!

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত এলাকায় অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় অনুমোদনবিহীন ৭ টি ক্যামেরা জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ইনানী জোন কতৃক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ইনানী জোনের ইনচার্জ মিজানুর রহমান।

তিনি জানান,ইনানী ও পাটুয়ারটেক পৃথক অভিযানে ৭ জন অনুমোদনবিহীন ফটোগ্রাফারের কাছ থেকে ৭ টি ক্যামেরা জব্দ করা হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ছবি উঠানোর নামে পর্যটক হয়রানির অভিযোগ ও অতিরিক্ত ছবি তোলে মোটা অংকের টাকা দাবীর অভিযোগে একজন ফটোগ্রাফারকে আটক করা হয়। আটকের কয়েক ঘন্টার ব্যবধানে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আরও খবর