উখিয়া থেকে টেকনাফে ইয়াবা আনতে গিয়ে রোহিঙ্গা যুবক গ্রেফতার!


গিয়াস উদ্দিন ভুলু •
টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যরা একটি ইয়াবার চালানসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

ধৃত রোহিঙ্গা হচ্ছে,উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাফিজ উল্লাহ’র পুত্র মোহাম্মদ হাসিম (২৩)। অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাফিজুর রহমান জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ইনচার্জ এসআই যায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল ১৬ জুলাই(শনিবার) সকাল ৭টার দিকে উপজেলা হোয়াইক্যং ইউপি উলুবনিয়া রাস্তার মাথা এলাকা থেকে ধৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে ১০ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

ধৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করার জন্য কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

আরও খবর