নেত্রকোনা সংবাদদাতা •
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের লাশ কাফনের কাপড়ে মোড়ানো ছিল।
বৃহস্পতিবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বন্দেরবাড়ি গ্রামের কংশ নদের বালুর চর থেকে একজনের ও চণ্ডিগড় গ্রামের একটি হাঁসের খামারের পাশ থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- চণ্ডিগড় গ্রামের বন্দে আলীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)।
দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কংশ নদীর বালুর চরে কফিনে কাফনের কাপড় মোড়ানো এক নারী লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে রাত ১১টার দিকে তা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, ওই নারীর শরীরে পুরোনো কম্বল জড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কফিনটি ভেসে এসে চরে আটকে গেছে।
এর আগে সন্ধ্যায় আছিয়া তার ছাগল খুঁজতে বের হন। পরে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন রাত ৮টার দিকে খুঁজতে বের হয়ে গ্রামের বাঁশঝাড়ের নিচে হাঁসের খামারের তারের সঙ্গে তার লাশ পড়ে থাকতে দেখেন বলে ওসি শিবিরুল জানান।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আছিয়াকে মৃত ঘোষণা করেন। খামারের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় আছিয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-