কক্সবাজার থেকে নিখোঁজ ছেলেটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন

উখিয়া সিকদারের বিল এলাকার মোহাম্মদ সোহেল নামে ১২ বছরের এক কিশোর লিংকরোড় এতিমখানা থেকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

গত ( ২৯ জুন) কক্সবাজার লিংক রোড় এতিমখানা থেকে হঠাৎ করে নিখোঁজ হয় ছেলেটি।

জানা যায়, নিখোঁজ মোহাম্মদ সোহেল (১২) সিকদার বিল গ্রামের মৃত মোঃ শাহা আলম ও মাতা হোসনোয়ারা বেগমের ছেলে।

নিখোঁজ হওয়া সোহেলের মা হোসনোয়ারা গণমাধ্যমকে জানায়, আর্থিক অবস্থার কথা চিন্তা করে লেখাপড়ার সুবিধার্থে তার ছেলে সোহেল কে লিংকরোড় এতিমখানায় ভর্তি করিয়ে দেওয়া হয়। তদারকি করতে এতিমখানায় হুজুর এবং সিকিউরিটি নিয়োজিত ছিল। কিন্তু হঠাৎ করে আমার ছেলে এই এতিমখানা থেকে নিখোঁজ হয়ে যায় প্রায় ১০/১২ দিন খোজাখুজির পরেও এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। কেউ যদি এরকম কোন ছেলের সন্ধান পান দয়া করে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। হুজুর এবং সিকিউরিটি ও নিয়োজিত ছিল। কিন্তু হঠাৎ করে আমার ছেলে এই এতিমখানা থেকে নিখোঁজ হয়ে যায় প্রায় ১০/১২ দিন খোজাখুজির পরেও এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। কেউ যদি এরকম কোন ছেলের সন্ধান পান দয়া করে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।

এতিমখানার ইসমাইল হুজুরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সোহেল ছেলেটি এর আগেও অনেকবার এতিমখানা থেকে উদাও হয়ে যেতো আবার কয়েকদিন পর ফিরে আসতো। এটি তার মাকে অবগতও করা আছে। এমন কি আমি নিজেও অনেকবার খুজে তাকে মায়ের কাছে হস্তান্তর করে দিয়েছি। যাতে তার পরিবার সচেতন হই। এইবার ও ১২/১৫ দিন হচ্ছে এরকম হঠাৎ কুথাও চলে গেচে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

কোন স্বহ্নদয়বান ব্যাক্তি যদি এই ছেলেকে পেয়ে থাকেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

যোগাযোগ
০১৮১৩-১২৩৩৩৪
০১৮৫৭-৩৭৬১৯২০
মায়ের নাম্বার : ০১৮৮১৩০৩৬৮৪
ইসমাইল হুজুর
০১৮১৭৭৭৫১২৪

আরও খবর