উখিয়া থাইংখালীতে সন্ত্রাসী মমতাজের হামলায় গুরুতর আহত-১

নিজস্ব প্রতিবেদক :


উখিয়ার থাইংখালী এলাকায় এক প্রতিবন্ধী মানষিক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার ছৈয়দুর রহমান ছেলে মমতাজ মিয়ার বিরুদ্ধে।

শনিবার (৯ জুলাই ২০২২) দিনদুপুরে চাষের জমিতে ঈদুল আজহা উপলক্ষে নেওয়া কুরবানির গরুর জন্য ঘাস কাটতে গেলে একা পেলে এ হামলা ও মারধর চালায়।

জানা যায়, মমতাজ মিয়া পূর্বের একটি তুচ্ছ ঘটনার জেরধরে ঘাস কাটার সময় হঠাৎ পিছন দিয়ে লোহার রড, কিরিচ দিয়ে হামলা ও মারধর করে হাত পা ও মাথায় মারাত্মকভাবে যখম করে।

অভিযুক্ত মমতাজ মিয়া থাইংখালী এলাকার ইয়াবা গডফাদার, বহুল আলোচিত চাঁদগাও ডাকাতি ও হত্যা মামলার আসামি দানু মিয়ার ভাই, পটিয়ায় ঘর ডাকাতি ও হত্যা মামলার আসামি, পাহাড় খেকো,জবরদখলী, ভয় দেখিয়ে রোহিঙ্গা নারী বিবাহ ,খুন, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় আহত বেলাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কক্সবাজার ডিজিটাল হাসপাতালে।

এ বিষয়ে অভিযুক্ত মমতাজের সাথে একাধিক মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

ভুক্তভোগী বেলালের পরিবার হামলাকারি মমতাজকে আইনের আওতায় এনে সুস্থ তদন্ত পূর্বক শাস্তির দাবি করেন। এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আরও খবর