৫০হাজার ডলার মিলেছে শ্রীলঙ্কার রাজার বাড়িতে!

কক্সবাজার জার্নাল ডেস্ক:

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাড়িতে পাওয়া প্রায় ৫০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ আদালতে জমা দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা শনিবার প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ার পর এসব নগদ অর্থের সন্ধান পায়। পরে সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সোমবার পুলিশ সেগুলো আদালতে জমা দিয়েছে। এখন এর মালিকানা নিয়ে আইনি লড়াই চলবে।
বিক্ষোভকারীরা শনিবার প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে প্রায় এক কোটি ৭৮ লাখ শ্রীলঙ্কান রুপির (প্রায় ৫০ হাজার ডলার) সন্ধান পায়। নতুন নোটের এসব অর্থ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার পুলিশের এক মুখপাত্র বলেন, ‘এসব অর্থ পুলিশ গ্রহণ করেছে আর আজ এগুলো আদালতে জমা দেওয়া হবে’। রাষ্ট্রীয় ওই ভবন থেকে স্যুটকেস ভর্তি নথিও পাওয়া গেছে বলেও জানা গেছে।

গত ৩১ মার্চ বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে প্রবেশের চেষ্টা করলে তিনি প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ওঠেন। গত শনিবার বিক্ষোভকারীরা সরকারি বাসভবনে প্রবেশ করার আগেই তিনি সেখান থেকে বেরিয়ে যান।
ফরাসি বার্তা সংস্থা এএফপি সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ৭৩ বছর বয়সী গোটাবায়া রাজাপাকসে নৌবাহিনীর কর্মকর্তাদের প্রহরায় পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান। তাকে একটি নৌকায় করে সরিয়ে নেওয়া হয়। নৌকাটি দ্বীপের উত্তরপূর্ব দিকে চলে যায়।

সোমবার সকাল পর্যন্ত তার সঠিক অবস্থান জানা যায়নি। তবে এদিন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় জানিয়েছে, রাজাপাকসে আনুষ্ঠানিকভাবে তাকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন। তবে তিনি কবে পদত্যাগ করবেন সে বিষয়ে কিছু বলা হয়নি।

সুত্রঃ Bangla Tribune